ঢাকাSaturday , 27 July 2024
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে গভীর নলকূপের পাইপ ভেঙ্গে এসএসসি পরীক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৬, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ । ৪৩ জন
link Copied

লালমনিরহাটের আদিতমারীতে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বরেন্দ্র’র গভীর নলকূপের গ্যাস পাইপ ভেঙ্গে মাথায় পড়ে আল-আমিন নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার তালুক হরিদাস গ্রামে এ ঘটনা ঘটে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আল-আমিন ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

আদিতমারী থানার এসআই মতিউর রহমান জানান, দুপুরে আল-আমিন বাবার ধান ক্ষেতে কাজ করতে যায়। এ সময় বরেন্দ্র বহুমুখী প্রকল্পের একটি গভীর নলকূপের পাশ দিয়ে যাওয়ার সময় নলকূপের গ্যাস পাইপ ধরে জমির আল পাড় হওয়ার চেষ্টা করে। এতে পাইপটি ভেঙে তার মাথার ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হয় আল-আমিন।

এসআই মতিউর আরও জানান, গ্যাস পাইপটি অনেক পুরোনো হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এমএস/এসআর