ঢাকাTuesday , 21 January 2025
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে পাগলার মেলায় বিশেষ অভিযান

মোহাম্মদ শরীফুল ইসলাম
জানুয়ারি ২১, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ । ২০২ জন
link Copied

সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ শাহিনুর রহমান এর নেতৃত্বে সখিপুর থানার একটি বিশেষ অভিযান টিম শুক্রবার (১৯জানুয়ারি) বিকাল ৩ ঘটিকার সময় সখিপুর থানাধীন দাড়িয়াপুর গ্রামে ফালু চাঁন শাহ ওরফে ফাইলা পাগলার মেলায় মাদক দ্রব্য উদ্ধারের লক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সাধু সন্ন্যাসিদের মাদক বিক্রির এবং সেবনের প্রায় ৫০/৬০ টি ছাপড়া ঘর ধ্বংস করা হয়।

উল্লেখিত ছাপড়া ঘর সমূহ হতে বিক্রিত গাঁজা মেলায় আগত উঠতি বয়সের যুবক ছেলেরা ক্রয় করে উক্ত ঘরের মধ্যে বসেই সেবন করে।

উল্লেখ্য, এ মেলায় মাদক ও অশ্লীলতার জন্য ২০০৩ সালের জেএমবি বোমা হামলা করে।