ঢাকাTuesday , 10 September 2024
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে মায়ের মামলায় ছেলে কারাগারে

রফিকুল হক রফিক
নভেম্বর ২৯, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ । ২৯৭ জন
link Copied

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেছেন অসহায় বাবা-মা।

বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা আগটারী এলাকায় এ ঘটনা ঘটে । মাদকাসক্ত ছেলের নাম মোস্তাফিজার রহমান (২৯) ওই এলাকার আব্দুর রহমান ও আন্জুয়ারা বেগম দম্পতির ছেলে।

ফুলবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ছেলে মোস্তাফিজার রহমান প্রতিদিন নেশার টাকার জন্য বাবা-মাকে চাপ প্রয়োগ করতো। নেশার টাকা না দিলে প্রায় সময় তার বাবা-মাকে মারপিট করতো। এমনকি বাড়িতে হাঁড়িপাতিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে আসছে। তার অত্যাচারে বাবা-মাসহ পরিবারের সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে।

বুধবার সকালে সে নেশা করার জন্য বাবা- মা’র কাছে টাকা দাবী করেন। বাবা-মা টাকা না দেওয়ায় বাবা-মাকে মারপিট করে এবং বাড়ীর আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করলে পরিবারের লোকজন ফুলবাড়ী থানায় খবর দেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে বাবা-মাসহ পরিবারের লোকজন মাদকাসক্ত মোস্তাফিজুর রহমানকে পুলিশে সোর্পদ করে।

দুপুরে ফুলবাড়ী থানায় উপস্থিত হয়ে মা আনজুয়ারা বেগম বাদী ছেলে মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে মারপিট ও ভাঙচুরের অপরাধে মামলা দায়ের করলে পুলিশ মাদকাসক্ত মোস্তাফিজুর রহমানকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করে।

বাবা আব্দুর রহমান ও মা আনজুয়ারা বেগম বলেন, সে প্রতিদিন নেশার টাকার জন্য চাপ দিতো। টাকা না দিলে সে আমাদের উপর মারপিট করে নির্যাতন করতো। এমনকি বাড়ীতে দামী দামী আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতো। আমরা তার অত্যাচারে বাড়ীর সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই বাধ্য হয়েই তাকে পুলিশে সোর্পদ করেছি।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, প্রতিদিন নেশা করার জন্য টাকা দাবী করতো। নেশা করার টাকা না দিয়ে বাবা-মাকে সে প্রায় সময় মারপিটসহ বাসার প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করতো। তার এই পাশবিক কর্মকান্ডে বাবা-মাসহ পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে পড়ায় মাদকাসক্ত ছেলে মোস্তাফিজুরের বিরুদ্ধে মা বাদী হয়ে মামলা দায়ের করে এবং বুধবার দুপুরে মাদকাসক্ত মোস্তাফিজুরকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

এনপি