ঢাকাSaturday , 18 January 2025
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা

রফিকুল হক রফিক
জানুয়ারি ২১, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ । ১৮৯ জন
link Copied

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বামীর কুড়ালের আঘাতে ঘুমন্ত স্ত্রী নিহত হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে নাগেশ্বরী পৌরসভার হেলিপোর্ট, কবিরের ভিটা গ্রামে এই ঘটনা ঘটে ।

নিহতের নাম লতা রাণী শীল (৫০)। ঘাতক স্বামী সত্য চন্দ্র শীল (৬০) ঘটনার পরপরই পলাতক রয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলে আসছিলো। ভোরে স্বামী সত্য চন্দ্র শীল তার ঘুমন্ত স্ত্রী লতা রাণী শীলের ঘাড়ে কুড়াল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লতা রাণী শীলের পিতার বাড়ি চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের মহাদেব পাট এলাকার শীলপাড়ী গ্রামে।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে পাঠানো হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।