ঢাকাTuesday , 10 September 2024
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার জাল স্বাক্ষরে মনোনয়ন তালিকা প্রকাশ!

বাংলা ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ । ১৫৩ জন
link Copied

জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার আগমূহুর্তে নানা গুজব ছড়িয়ে পড়েছে। চিহ্নিত দু-একজন প্রার্থীর সমর্থকরা মনোনয়নপ্রাপ্তির ভুয়া খবর ফেসবুকে প্রচার করছে।

এদিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষর জাল (কম্পিউটার স্ক্যান) করে ভুয়া সিল ও দলীয় প্যাডে মনোনয়ন তালিকা প্রচার করছে একটি পক্ষ।

শনিবার (২৫ নভেম্বর) বিকেল থেকে মেসেঞ্জারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি চিঠি ভেসে বেড়াচ্ছে।

চিঠিতে দেখা যায়, জামালপুর জেলার ৫টি সংসদীয় আসনের ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চূড়ান্ত তালিকা’ লিখে পাঁচজনের নাম প্রকাশ করা হয়েছে। চিঠিতে স্মারক বা সূত্র উল্লেখ না থাকলেও তারিখ লেখা হয়েছে ২৫/১১/২৩। এতে ‘ক্ষ’ অক্ষরকে লেখা হয়েছে ‘হ্ম’। বানান ভুলসহ বেশকিছু অসঙ্গতি দেখা গেছে।

এদিকে চিঠিতে মনোনিত পাঁচজনের মধ্যে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে অধ্যক্ষ মো. আবদুর রশীদের নাম উল্লেখ রয়েছে। তিনি তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি। তবে তার নামের বানান লেখা হয়েছে ‘অধ্যহ্ম আঃ রসিদ’। তিনি ইতোমধ্যেই নৌকার টিকিট পেতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইতোমধ্যেই তার সমর্থকদের মধ্যে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ‘আলহামদুলিল্লাহ্’সহ নানা গুজব ছড়াতে দেখা গেছে।

বিষয়টি নিয়ে এলাকায় নানা সমালোচনা ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী শক্তি ও বিএনপি থেকে সুকৌশলে আওয়ামী লীগে অনুপ্রবেশ করে একটি মহল নানা গুজব ছড়িয়ে আসছে। তারা বিভিন্ন সময় দলের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করে। সেইসাথে মনোনয়নপ্রত্যাশী একটি পক্ষ নির্বাচনকে সামনে রেখেও নতুন গুজব সৃষ্টি করেছে বলে তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা জানান, আগামীকাল রবিবার (২৬ নভেম্বর) দলীয় সভাপতি শেখ হাসিনা আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা দেবেন—এই মর্মে দলের দপ্তর সম্পাদক মনোনয়নপ্রত্যাশীদের চিঠি দিয়েছেন এবং সবার সাথে মতবিনিময়ের জন্য গণভবনে ডেকেছেন। এর আগেই যে মনোনয়ন তালিকাটি প্রকাশ করা হয়েছে এটি শতভাগ মিথ্যা ও অপপ্রচার।

যারা এমনটি করেছে, তারা মূলত দলের মধ্যে বিতর্কিত পরিবেশ সৃষ্টির জন্য এটি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

চিঠি প্রসঙ্গে মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ মো. আবদুর রশীদের বক্তব্য জানতে মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জেডজেড/এসআর