ঢাকাTuesday , 10 September 2024
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে ফাঁসিতে স্কুল ছাত্রের আত্মহত্যা

শরিফুল ইসলাম
জানুয়ারি ২২, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ । ২২৪ জন
link Copied

টাঙ্গাইলের সখিপুর উপজেলার পৌর ৩নং ওয়ার্ড গার্লস স্কুলের পিছনে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সখিপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে শুয়ার রুমে এ ঘটনা ঘটে। নিহত নাইম(১৬) ঐ এলাকার প্রবাসী আব্দুল গফুর তালুকদারের বড় ছেলে এবং সখিপুর সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের নবম শ্রেণীর ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যায় সে।

ভোররাতে পরিবারের সদস্যরা সিলিং ফ্যানের সাথে গলায় মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখে চিৎকার দেয়। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে সখিপুর থানা পুলিশে খবর দেয়।পরে পুলিশ ঝুলন্ত অবস্থায় নাঈমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাশের সুরতহাল করা সখিপুর থানার উপ-পরিদর্শক (এস আই)মনিরুজ্জামান মনির জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হবে।