ঢাকাTuesday , 10 September 2024
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে হলুদ সাংবাদিকতা ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তৌহিদুল ইসলাম সরকার
জুন ১১, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ । ৫৮ জন
link Copied

ময়মনসিংহের-নান্দাইলে সচেতন নাগরিক কমিটির ব্যানারে ছাত্র ও আমজনতা হলুদ সাংবাদিকতা, সাধারণ মানুষদের হয়রানি, থানার দালালি, সরকারি জায়গা জবর দখল করে কথিত প্রেসক্লাব করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা বঙ্গবন্ধু স্কয়ারে এসে শেষ হয়।

মিছিল শেষে নান্দাইল সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক এফ এম রিগ্যান আহম্মেদ, সজীব , সাজু, শহীদ, আনোয়ার,পারভেজের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।