সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের সম্পর্ক চুকেবুকে গেছে। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব। এই ঘটনায় তিনজনকে নিয়ে জল্পনা দুই দেশে। এক জ্যোতিষী তিনজনেরই ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন।
ভারতীয় জ্যোতিষী জগন্নাথ গুরুজি বলেন, বিচ্ছেদ হলেও সানিয়ার জীবনে আগামীদিনে ইতিবাচক ঘটনা ঘটবে। বিচ্ছেদের পর সানিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল। দু’তিন বছর পর সানিয়া নতুন সম্পর্কে জড়াতে পারেন। তবে সানিয়া আবার বিয়ে করবেন কিনা, তা স্পষ্ট করে বলেননি তিনি।
অন্যদিকে শোয়েবের ক্রিকেট জীবনে খুব বেশি উন্নতি দেখছেন না জ্যোতিষী। তবে সানা আরও অনেক কাজ পাবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। শোয়েব ও সানার সম্পর্কে আগামী কয়েক বছর কিছু জটিলতা থাকবে।
সানিয়া-শোয়েবের যে বিচ্ছেদ হতে চলেছে, তা এক বছর আগেই জানতেন এই জ্যোতিষী। সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আসবে বলেও জানিয়েছিলেন তিনি।
এসআর