ঢাকাSaturday , 15 February 2025
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে দিনমজুর সেজে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

রফিকুল হক রফিক
মার্চ ২৪, ২০২৪ ৪:৪৬ অপরাহ্ণ । ২০৩ জন
link Copied

দিনমজুর সেজে কুড়িগ্রামের রৌমারীতে মোঃ শাহিন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৬২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা খাদ্য গুদামের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিন শেরপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামানের নেতৃত্বে (এএস আই) মোঃ আশরাফুল ও কনস্টেবল মোখলেছ দিনমজুর সেজে কৌশলে ২৬২ বোতল ফেনসিডিলসহ শাহিনকে গ্রেফতার করে।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীকে দিনমজুর সেজে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।