পরিকল্পনা মন্ত্রী ১৫৪ ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএস, পি এস সি,অব:) একদিনের সরকারি সফরে ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) নিজ নির্বাচনী এলাকা নান্দাইল উপজেলায় আগমন করবেন।
মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৮:৩০টায় ঢাকা থেকে সড়ক পথে নান্দাইলের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১২ টায় উপজেলা পরিষদে অবস্থিত হবেন। দুপুর ১২:৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করবেন। তারপর বিকাল ৩ টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক বিরাট সংবর্ধনা সভায় যোগদান করবেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী-রাতে রসুলপুর গ্রামে নিজ বাড়িতে রাত্রি যাপনের পর শুক্রবার সকাল ৯ টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।
পরিকল্পনা মন্ত্রী’র প্রথম নান্দাইল আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। মন্ত্রীর আগমনে মূল রাস্তায় অগণিত তোড়ন ও খেলার মাঠে বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে।
গণ সংবর্ধনা সভায় দলীয় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান করা হবে।
নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহান গণ-সংবর্ধনা সফল করার জন্য দলীয় নেতৃবৃন্দ সহ সকল মহলের সার্বিক সহযোগিতা ও ব্যাপকভাবে উপস্থিতি কামনা করেছেন।