ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ৬টি ইটভাটায় জরিমানা

মোহাম্মদ শরীফুল ইসলাম
মার্চ ৬, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ । ১৬০ জন
link Copied

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় দুটি অবৈধ ইটভাটা পরিচালনা করায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন।

মঙ্গলবার (৫মার্চ)সারাদিন টাঙ্গাইলের কয়েকটি উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ইট ভাঁটায় জরিমানা করা হয়েছে।সখিপুর বেড়বাড়ী এলাকায় স্বত্বাধিকারী জয়নাল আবেদীনের মেসার্স জাকারিয়ার পলাশ ব্রিকস এ অনিয়মের দায়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২লক্ষ টাকা জরিমানা করেন।

এদিকে একই উপজেলার বহেড়াতৈল বাজার এলাকার দক্ষিণ পাশে আ.রহিম মিয়ার মালিকানাধীন পূবালী ব্রিকস এ অভিযান চালিয়ে নিয়ম অমান্য করার দায়ে ৫লক্ষ টাকা জরিমানা করা হয়।এসময় টাঙ্গাইলের সখিপুর, ঘাটাইল, বাসাইল উপজেলাও অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ১৫লক্ষ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে বহেড়াতৈল পূর্বালী ইটভাটায় ব্যবহৃত চুল্লীর কিলন ভেকু দিয়ে ভেঙে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে দেওয়া হয়।

এ অভিযানের নেতৃত্ব দেওয়া পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ,পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সুত্রধর।

এবিষয়ে (টাঙ্গাইল সদর)পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন মুঠোফোনে জানান, অবৈধ ইটভাঁটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানার সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও জানান, অবৈধভাবে পরিচালিত ইটভাঁটা বন্ধে এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।