সারাদেশে বেজে উঠেছে আগামী ৭ জানুয়ারী ২০২৪ এ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল। ইতিমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪ টি রাজনৈতিক দলের মধ্যে ২৮ টির মত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহন করলেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে বাকী দলগুলো নির্বাচন বয়কট করেছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের শরীক দলগুলো একদিকে যেমন নির্বাচনের মাঠকে উৎসবমুখর করতে ব্যাপক প্রচার প্রচারণায় মাঠ গরম করছে অন্যদিকে নির্বাচন বর্জন করা বিরোধী শিবিরে তার বিপরীত চিত্র পরিলক্ষিত হচ্ছে। নির্বাচন বর্জনে থাকা বিরোধী দলের নেতা-কর্মীদের প্রতিদিন গ্রেপ্তার আতংকে দিন কাটছে। ইতিমধ্যে সরকারি দলের একজন প্রভাবশালী মন্ত্রীও গণমাধ্যমে বিশ হাজারের মত বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।
সারাদেশের মত চট্টগ্রাম আদালত ভবনেও প্রতিদিন বন্দী বিরোধী দলের নেতা-কর্মীদের স্ত্রী – সন্তানদের কান্নার আহাজারির করুণ দৃশ্য পরিলক্ষিত হয়। ছবিতে গায়েবী মামলায় চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার সাংগঠনিক সম্পাদক কারাবন্দী নুর উদ্দিন সোহেলের খাঁচার ভিতর থেকে সন্তানকে বুকে জড়িয়ে ধরার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করে তুলতে এই ধরনের দমন পীড়নের পরিবর্তে সরকারকে অংশগ্রহণমূলক নির্বাচনের আহবান জানান।