ঢাকাMonday , 9 September 2024
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় বাসচাপায় বৃদ্ধ নিহত

বাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ । ২২২ জন
link Copied

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপরের সময় বাসচাপায় হেকমত আলী আকন্দ (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভান্ডাব এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার ভান্ডাব গ্রামের মৃত আফাজ উদ্দিন আকন্দের ছেলে হেকমত আলী আকন্দ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভান্ডাব এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী যাত্রীবাহি বাসচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়। নিহতের লাশটি উদ্ধার ও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

এএস/এসআর