ঢাকাSaturday , 14 December 2024
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-১৯ আসনে ১৩ প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল

এস এম মনিরুল ইসলাম
ডিসেম্বর ৪, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ । ২৫৮ জন
link Copied

ঢাকা-১৯ আসনে স্বতন্ত্রসহ মোট ১৩ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বাকী ৬ জনের মনোনয়নপত্র বাতিল।

ঢাকা-১৯ আসনে ২ জন জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট ১৩ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জাতীয় পার্টি মনোনীত দুই প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-১৯ আসনের রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম, গণফ্রন্টের নুরুল আমীন, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার, জাকের পার্টির শামসুদ্দিন আহমেদ।