ঢাকাMonday , 14 October 2024
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

তৌহিদুল ইসলাম সরকার
ডিসেম্বর ২, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ । ২১৬ জন
link Copied

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে এমপি পদে নির্বাচন করার জন্য ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ শে নভেম্বর) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঁচ জন ও জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুই জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান।

নান্দাইল আসনে আ,লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন, নান্দাইল উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, অপরদিকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।

এছাড়াও জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য হাসমত মাহমুদ তারিক, জাকের পার্টি থেকে উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও তৃণমূল-বিএনপি থেকে বিএনপি নেতা আবু জুনায়েদ বিল্লাল মনোনয়নপত্র দাখিল করেছেন।

জাকের পার্টি থেকে নান্দাইল উপজেলা জাকের পার্টির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম ও তৃণমুল বিএনপি থেকে তৃণমুল বিএনপি নেতা মো. আবু জুনাঈদ বিল্লাল মনোনয়ন পত্র দাখিল করেছেন।

অপরদিকে ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে জেলা জাসদের সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এনপি