শেষ পর্ষন্ত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৫ ও চট্টগ্রাম ৮ এ আসন ভাগাভাগির অপরাজনীতির বলি হলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনের আওয়ামী লীগের সাংসদ নোমান আল মাহমুদ।
বিরোধী দলবিহীন সমঝোতার নির্বাচনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠকে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। সমঝোতায় না গিলে নৌকার সাথে লাঙ্গলের পরাজয় হত শোচনীয় এমনকি জামানতও বাজেয়াপ্ত হত কিন্তু আসন ভাগাভাগির বাংলাদেশের আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে আওয়ামী লীগ নিজেদের প্রার্থীকে বলি দিল।
এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এম এ সালামও চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে নৌকার মাঝি হলেও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের হাতে নৌকার বৈঠা ছাড়তে হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবরে পাঠানো এক চিঠিতে চট্টগ্রামের দুটিসহ মোট ২৫টি আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে নিতে অনুরোধ জানান দলীয় মনোনয়ন বোর্ড।