ঢাকাTuesday , 10 December 2024
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

মোহাম্মদ শরীফুল ইসলাম
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ । ১৯২ জন
link Copied

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া সেলিম আল দীন পাঠাগারে আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারী)বিকেল ৪টায় সেলিম আল দীন পাঠাগারের মিলনায়তনে সেলিম আল দীন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও জাগো নিউজের ডেপুটি এডিটর ড.হারুন অর রশিদের সভাপতিত্বে সাংবাদিক সেলিম আহমেদের সঞ্চালনায় উপস্থিত অতিথিরা গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরেন।

এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন উপমহাদেশের অন্যতম চর্যাপদ গবেষক করটিয়া সাদ’ত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ,বীর মুক্তিযোদ্ধা অবঃশিক্ষক হালিম মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ শাজাহান, সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ও এম এ লতিফ মিয়া সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সাজু, দ্বিতীয় সূর্যের সভাপতি তৌহিদুর রহমান তানভীর, দেওয়ান ফাহিম ফয়সাল,এবং আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার জনসাধারণ।

জাতীয় গ্রন্থগার দিবসে বক্তারা নাট্য ব্যক্তিত্ব সেলিম আল দীনের সাহিত্য অঙ্গনে কৃতিত্ব নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি হিসেবে আলীম মাহমুদ উপস্থিত হয়ে পাঠাগারের জন্য নিজের লেখা কিছু বই উপহার দিয়েছেন। তিনি উপস্থিত যুবসমাজসহ সকলকে জ্ঞানের বাতিঘর বইয়ের সংগ্রহশালার প্রতি সম্পর্ক করার আহবান জানান। এবারের প্রতিবাদ্য বিষয় ছিল “গ্রন্থাগারে বই পড়ি স্মার্ট বাংলাদেশ গড়ি”।