ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ সিটি নির্বাচন: রাত পোহালেই ভোট

মোঃ জাকির হোসেন
মার্চ ৮, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ । ১৪৫ জন
link Copied

রাত পোহালেই আগামীকাল শনিবার (৯ মার্চ) ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ইভিএম পদ্ধতিতে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোটগ্রহণের জটিলতা এড়াতে দেড়গুণ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রাখা হবে। মেশিন নষ্ট হলে যাতে অন্য একটি দিয়ে দ্রুত ভোট নেওয়া যায়, এ জন্যই এ ব্যবস্থা। সিটি নির্বাচনে এবার ১২৮টি কেন্দ্রের মধ্যে ৫৫টি ঝুঁকিপূর্ণ ও ৪৩টি অধিক ঝুঁকিপূর্ণ। এ কারণে কেন্দ্র বিবেচনায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারেন সে জন্য থাকবে ১১টি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ টিম। আর সব মিলিয়ে পুলিশ সদস্য থাকবে ১ হাজার ২০০ জন। ৩৩টি ওয়ার্ডে থাকবে র‍্যাবের ১৭টি টিম ও বিজিবি থাকবে ৭ প্লাটুন।

কেন্দ্র বিবেচনায় মোতায়েন থাকছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য।

ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু টেবিল ঘড়ি প্রতীক নিয়ে , জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া প্রতীক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কি টজু হাতি প্রতীক, কৃষিবিদ রেজাউল হক হরিণ প্রতীক এবং জাতীয় পার্টির শহীদুল ইসলাম স্বপন মন্ডল লাঙ্গল প্রতীক।

৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ১১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফরহাদ আলম নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনে ৩৩টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯০ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭১ জন পুরুষ এবং ১ লাখ ৭২ হাজার ৬১০ জন নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন।

সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে কে হচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগন পিতা। নগরবাসীর দৃষ্টি এখন সেই দিকে।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি/এনপি