ঢাকাWednesday , 18 September 2024
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মোঃ জাকির হোসেন
জানুয়ারি ১৬, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ । ১৪২ জন
link Copied

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গাঙ্গীনার পাড়, কালিবাড়ি, নতুন বাজার ও ডিসি অফিসের সামনের অংশ থেকে জর্জ কোর্ট পর্যন্ত সড়কের উপর নির্মিত অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট, বিজ্ঞাপনের সাইনবোর্ড, বিলবোর্ড ইত্যাদি অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ সময় তিনি ৮ মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মাজহারুল ইসলাম। তিনি জানান, জনভোগান্তি লাঘবে এবং জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।