ঢাকাTuesday , 10 September 2024
আজকের সর্বশেষ সবখবর

রেলপথে নাশকতায় নিহতের কবর জিয়ারতে এমপি বাবেল

মিথুন
ডিসেম্বর ১৪, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ । ৩৩৩ জন
link Copied

রেলপথে নাশকতায় নিহত ময়মনসিংহের গফরগাঁও আসলাম মিয়ার কবর জিয়ারত, স্বজনদের সাথে সমবেদনা প্রকাশ ও আহতদের খোঁজ খবর নেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি।

তিনি বৃহস্পতিবার বিকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামে নিহত আসলামের বাড়িতে কবর জিয়ারত করেন। এসময় দূর্ঘটনায় আহত জলিল(৩০),আজিজ (৩৩),সাদেক(৩৫),সুমন(২৫),আসাদুল(৩৫) উপস্থিত ছিলেন। তাঁরা গত বুধবার ঘটে যাওয়া ভাওয়াল গাজীপুরে ট্রেন দূর্ঘটনার লোমহর্শ বর্ণনা করেন। এসময় ২০০১ সালে আসলামের চাচা দুদু মিয়া রাজনৈতিক মামালা হওয়ার পর নিরুদ্দেশ আজও হদিস মেলেনি এই বিষয়টিও উঠে আসে। স্থানীয় জনতা নাশকতাকারীদের শাস্তির দাবি করে।

ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন নাশকতাকারীকে ছার দিবেননা। তদন্ত কমিটি হয়েছে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আইশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে। দোষীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হবে।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালীসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।