ঢাকাWednesday , 4 December 2024
আজকের সর্বশেষ সবখবর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ে মসিকের অব্যহত অভিযান

মোঃ জাকির হোসেন
মার্চ ২১, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ । ১৮৫ জন
link Copied

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ে রমজানের অন্যান্য দিনের ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার (২১ মার্চ ) বেলা ১১ টায় ময়মনসিংহ সিটি এলাকার শম্ভুগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন ও মূল্য তালিকা সংরক্ষণ না করায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ মামলায় ৫হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন। তিনি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বিক্রি করারও জন্য নির্দেশনা দেন।

এ সময় প্রসিকিউটর মোঃ জাবেদ ইকবাল, পেশকার মোঃ নাজমুল হক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।