ঢাকাSunday , 6 October 2024
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আব্দুর রহমান
মার্চ ২১, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ । ১১৫ জন
link Copied

কক্সবাজারের টেকনাফে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ উসমান গনি, উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারী, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, সাবরাং ইউনিয়ন আঃলীগ সভাপতি সোনালী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা জহীর হোসেন এম এ, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী, কোস্টগার্ড প্রতিনিধি ও বিজিবি প্রতিনিধি।

সভায় উপজেলা চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, মানব পাচার, অপহরণ, অবৈধ যানবাহনসহ সরকারের চলমান বিভিন্ন কাজের উন্নয়ন আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলোচনা করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইমাম ও সাংবাদিকবৃন্দ।