মৌলভীবাজার সদর উপজেলা ১নং খলিলপুর ইউনিয়নে গোরারাই আব্দুল মজিদ চৌধুরী (কাপ্তান মিয়া) এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার টাষ্ট এর মাসিক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শুক্রবার স্থানীয় গোরারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে দুজন এম.বি.বি.এস ডাক্তার ডাঃ ফয়সাল আহমেদ ও ডাঃ জহিরুল ইসলাম চৌধুরী জয় ও এর মাধ্যমে ১২০জন রোগিকে সকাল ৯টা থেকে দুপুর ১২ঘটিকা পর্যন্ত ফ্রী চিকিৎসা ও ঔষধ প্রদান করা করা হয়।
এই ক্যাম্প টির সম্পূর্ণ সহযোগিতা করে আসছেন ডাঃ এবাদুর চৌধুরী। প্রতি মাসের প্রথম শুক্রবার ক্যাম্পটি গোরারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, গোরারাই ওয়েলফেয়ার এশোসিয়েশনে সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, গোরারাই বাজার কমিটির সভাপতি খালিছুর, নজমুল হক চৌধুরী, হাজী জসিম উদ্দিন, আবু হানিফা ফাউন্ডেশন এর সভাপতি আশরাফ মিয়া, সাংবাদিক রিপন মিয়া, মুর্শেদ আলী, রাহিম মিয়া, জীবান, আবু তাহের, সামী, আবু সালেহ, রামিম।