ঢাকাSaturday , 14 December 2024
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রফিকুল হক রফিক
জানুয়ারি ২৩, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ । ১৪২ জন
link Copied

কুড়িগ্রামে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সিভিলসার্জন ডা: মো: মনজুর-এ-মুর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম- ২ আসনের সংসদসদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: মো: হামিদুল হক খন্দকার।

এর আগে নব নির্বাচিত সংসদসদস্য কে ফুলেল শুভেচ্ছা জানান, সিভিলসার্জনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ-সময় জেলা আওয়ামীলিগের সভাপতি সাবেক সংসদসদস্য মো: জাফর আলী, ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে এর তত্ত্বাবধায়ক মো: শহিদুল্লাহ লিংকন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মো: নজরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।