ঢাকাWednesday , 4 December 2024
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আবদুর রহিম
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ । ১২৩ জন
link Copied

গতকাল বুধবার ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর পশ্চিম রঙ্গিপাড়াস্থ একতা সংঘের উদ্যোগে ২য় বারের মত দিনব্যাপী ‘আন্তঃ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪’ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে গ্যাং অফ সুলতান, আপন সাপ্লায়ার, নিউ আলি থাই এ্যালুমিনিয়াম, নাজমুল বিল্ডার্স ও রোকসানা স্মৃতিসহ মোট ৬টি দল অংশগ্রহণ করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত আন্তঃ মিনিবার ফুটবল টুর্নামেন্ট এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রোকসানা স্মৃতি সংঘ এবং রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে গ্যাং অফ সুলতান। টুর্নামেন্ট এ সেরা গোলদাতার পুরস্কার অর্জন করে গ্যাং অফ সুলতানের তোফায়েল আহমেদ।

প্রচুর দর্শক সমাগমে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও গ্যাং অফ সুলতানের টীম ম্যানেজার আসলাম আহমেদ, আফছার আহমেদ, মোঃ শাহজাহান, আমীর খসরু, ইশতিয়াক আহমেদ, আবুল কালাম, আবদুল ওয়াহাব, অয়ন, ইসসামসহ টুর্নামেন্ট এ অংশগ্রহণকারী টীম লিড়ার ও শুভাকাঙ্ক্ষীরা।