কুড়িগ্রামে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম পৌরসভা চত্বরে বুধবার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শাটলার্স জুটি পরপর দুই সেটে জিতে টিম রোয়ার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, টুনার্মেন্ট কমিটির আহ্বায়ক প্যানেল মেয়র মোঃ রোস্তম আলী তোতাসহ পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তারা।
খেলায় জেলা সদর ও বিভিন্ন উপজেলার ২০টি দল অংশ নেয়।