৬ষ্ঠ বারের মত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন হাজার হাজার নেতাকর্মী আর সমর্থকবৃন্দরা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে পৌঁছলে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সাধারণ ভোটারগণ ও দলীয় নেতাকর্মী, শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।
এসময় নেতাকর্মীরা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার দেয়া নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এনপি