ঢাকাSunday , 6 October 2024
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়াতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো রাজমিস্ত্রির

বাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ । ১৫৫ জন
link Copied

নোয়াখালীর হাতিয়াতে বিদ্যুৎস্পৃষ্টে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত আবুল বাশার (৩৭) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া এলাকার মো.সিরাজ মাঝির ছেলে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাগরিয়া বড় পোল সংলগ্ন এলাকায় খবির ডুবাই আলার নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার চরকিং ইউনিয়নের বাসিন্দা খবির ডুবাই আলা। একই উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বড় ফোল সংলগ্ন এলাকায় একটি ভবন নির্মাণ করছেন। ওই ভবন নির্মাণের কাজ করছিল রাজমিস্ত্রি বাশার। বৃহস্পতিবার দুপুরের দিকে নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে একটি রড ওপরের দিকে তুলতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন রাজমিস্ত্রি গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাশারকে মৃত ঘোষণা করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, একটি ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এমআর/এসআর