ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

মানবসেবায় এগিয়ে এলেন মধুপুর উপজেলা প্রেসক্লাব

বাবুল রানা
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ । ১৪৪ জন
link Copied

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন গোলাবাড়ি ইউনিয়নের একজন হতদরিদ্র অসহায় মানুষের জন্য তিন ব্যাগ এ পজেটিভ রক্তের প্রয়োজন। কিন্তু সে রোগী অতি দরিদ্র, দিন মজুর হওয়ায় তার পরিবারের পক্ষে রক্ত সংগ্রহ করা সম্ভব হয়নি।

পরবর্তীতে মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ ও সাধারণ সম্পাদক বাবুল রানা হাসপাতালে গিয়ে বিষয়টি জানার পর ফেইসবুকে রক্ত চাহিয়া একটি পোস্ট দেন।

এরই ধারাবাহিকতায় ঐ দিন বিকেলে আশিক নামের এক যুবক সেচ্ছায় রক্তদান করেন এবং গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমানের সহিত ভর্তিকৃত ওই রোগীর ব্যাপারে কথা বললে তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতাল গ্রুপে রক্তের জন্য একটি পোস্ট দেন।

তার পরিপ্রেক্ষিতে হাসপাতালের দুই জন স্টাফ রক্ত দিতে ইচ্ছা প্রকাশ করেন। আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও ওয়ার্ড ইনচার্জ মোঃ তোফাজ্জল হোসেন স্বেচ্ছায় এক ব্যাগ রক্ত দান করেন।