কুড়িগ্রামে শীতকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ। এই লিফলেটে জরুরি নাগরিক সেবা পেতে হটলাইন ১৬২৬৩ তে কল করার আহবান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার ২৫ জানুয়ারি দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এলাকায় শীতকালীন স্বাস্থ্য বার্তা সম্বলিত এসব লিফলেট বিতরণ করা হয়।
এসময় কুড়িগ্রাম জেলা সিভিলসার্জন ডাঃ মোঃ মনজুর এ মুর্শেদ,ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ লুৎফর রহমান, মেডিকেল অফিসার, ডাঃ মোঃ আনম গোলাম মোহাইমেন, ডিপিএইচ এন ইনচার্জ মোছাঃ হেলেনা খাতুন, ভারপ্রাপ্ত জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, মোঃ আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ কালে কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনজুর এ মুর্শেদ বলেন, দূর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলায় পরিবার ও পরিজন নিয়ে মানুষজন যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সে জন্য এই শীতকালীন স্বাস্থ্য বার্তা বিতরণ করা হলো। এ লিফলেটে জরুরি স্বাস্থ্য সংক্রান্ত সেবা পেতে হটলাইন ১৬২৬৩ নম্বরে কল করেও সমস্যা সমাধান করে নিতে পারবেন বলে জানান তিনি।