ঢাকাSunday , 6 October 2024
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে সাংবাদিকের মায়ের উপর হামলা, হাসপাতালে ভর্তি

মোহাম্মদ শরীফুল ইসলাম
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ । ৪৩৪ জন
link Copied

টাঙ্গাইলের সখিপুর রিপোর্টার্স ইউনিটির সদস্য সংবাদকর্মী এস এম রাকিব সিকদার লাল মিয়ার বৃদ্ধ মায়ের উপর সন্ত্রাসীরা হামলা করে গুরুতর আহত করেছে। আশেপাশের লোকজন তাকে উদ্ধার সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

গত সোমবার (১৯ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কাকাড়াজান ইউনিয়নের ভূযাইদ আদানী এলাকায় এই ঘটনাটি ঘটেছে ।

এ বিষয়ে গুরুতর আহত বৃদ্ধ মা মরিয়ম বেগমের ছেলে আমিনুল সিকদার বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে সখিপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে।

অভিযোগে প্রকাশ, তাদের বাড়ির পাশের জমি সন্ত্রাসীরা জোর করে জবরদখল করতে গেলে এবং বড় বড় গাছ কাটতে গেলে বৃদ্ধ মা মরিয়ম বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তার উপর উপর্যুপরি লাঠি, সাবল দিয়ে আঘাত করলে তার হাতের কবজিতে মারাত্মক জখম হয়।

অভিযোগকারী আমিনুল সিকদার বলেন, নেশাগ্রস্থ সন্ত্রাসীরা আমার বৃদ্ধ মাকে মেরেছে, আমি এর বিচার প্রার্থনা করছি।

সখিপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ রানা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।