ময়মনসিংহের নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসে নতুন কর্মস্থলে যোগদান করলেন সাব-রেজিস্ট্রার শেখ আব্দুস সামাদ আজাদ।
বুধবার দুপুরে দিকে নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসে প্রথম দিনের কর্ম দিবসে নিজ কর্মস্থল কার্যালয়ে যোগদান করেন।
এ সময় নব যোগদানকারী সাব-রেজিস্ট্রার শেখ আব্দুস সামাদ আজাদকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন, নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির কার্যনির্বাহী সভাপতি সম্পাদক সহ দলিল লেখক বৃন্দ ও সাবরেজিস্ট্রি অফিস সহকারিসহ এক্সট্রা মহড়া এসোসিয়েশনের সভাপতি সম্পাদক সহ অফিস কর্মচারী বৃন্দ।
এ সময় অবস্থিত ছিলেন নান্দাইল দলিল লেখক সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন খান, সাধারণ সম্পাদক হাজী এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সাবেক যুগ্ন আহ্বায়ক কাদেমুল ইসলাম, আব্দুস সোবহান সরকার, এনামুল হক ফকির, আবুল খায়ের, অফিস সহকারি মোঃ খোরশেদ আলম, আবু বক্কর সিদ্দিক সহ আরো অনেকেই নব যোগদানকারী অফিসার সাব-রেজিস্ট্রার শেখ আব্দুস সামাদ আজাদ কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন তারা।
উল্লেখ্য এর আগে শেখ আব্দুস সামাদ আজাদ নেত্রকোনা জেলার বারহাট্টা সাব- রেজিস্ট্রি অফিসে কর্মদক্ষতায় সুনামের সহিত কাজ করেছেন তিনি।
তৌহিদুল ইসলাম সরকার