ঢাকাSaturday , 14 December 2024
আজকের সর্বশেষ সবখবর

জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

তৌহিদুল ইসলাম সরকার
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ । ১২৯ জন
link Copied

অত্যন্ত আনন্দঘন পরিবেশে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ে ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মার্জিয়া রেবেকা সুলতানার সার্বিক তত্ত্বাবধানে রবিবার (১১ ফেব্রুয়ারি ) বীরবেতাগৈর ইউনিয়নের জহুরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলী আফজাল খানের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালামের জৈষ্ঠ্য কন্যা বিশিষ্ট শিল্প উদ্যোক্তা নারী নেত্রী ওয়াহিদা হোসেন রূপা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল মজিদ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, বীরবেতাগৈর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আইসিটি অফিসার রাকিবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন,বীরবেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসরাইল ভুইয়া হুমায়ুন প্রমুখ।

বিকালে ক্রিড়া প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।