ঢাকাWednesday , 4 December 2024
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

তৌহিদুল ইসলাম সরকার
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ । ১২১ জন
link Copied

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

১২ই ফেব্রুয়ারি (সোমবার) নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল।

এ বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

মেলার স্টলগুলো পরিদর্শনে দেখা গেছে, বিজ্ঞান মেলায় ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ ‌বানিয়েছে পরিবেশ দূষণমুক্ত স্মার্ট শহরের মডেল, কেউ বানিয়েছে বিকল্প বিদ্যুৎ উৎপাদন যন্ত্র, কেউবা বানিয়েছে নবায়নযোগ্য শক্তি সম্পন্ন আদর্শ গ্রাম, আবার কেউ করেছে ক্লীন এনার্জি ও প্রজেক্ট। এভাবেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজেদের কারুকার্য দিয়ে আলাদা আলাদা স্টল সাজিয়ে বসেছে।

মেলায় বিজ্ঞানমনস্ক ক্ষুদে শিক্ষার্থীদের আবিষ্কার ও উদ্বোধনী বিষয় দেখতে ভিড় জমাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ ফজিলাতুন্নেছা ও নান্দাইল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক প্রমুখ।