ঢাকাTuesday , 10 September 2024
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে কৃষি সেবাঙ্গন ডেক্সের উদ্বোধন

তৌহিদুল ইসলাম সরকার
এপ্রিল ৪, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ । ৭২ জন
link Copied

ময়মনসিংহের নান্দাইলে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সেবা পৌঁছে দিতে কৃষি সেবাঙ্গন ডেক্সের উদ্ভোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে উদ্বোধন করেন, ময়মনসিংহ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. নাছরিন আক্তার বানু।

উপজেলা কৃষি কর্মকর্তার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তার নাদিয়া ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আহম্মেদ তারিফ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, মো. আমিনুল হক, মোহামাদ রুকুনুজ্জামান খান, মো. কামাল হোসেন, মো. মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, নুরুল হক, শরীফুল ইসলাম প্রমুখসহ সাংবাদিকবৃন্দ

কৃষি সেবাঙ্গন ডেক্সের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপজেলা কৃষি অফিসের নিচ তলায় সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সেবা নিতে পারবে।

প্রতিদিন দুই জন করে উপ-সহকারী কর্মকর্তা রুটিন অনুযায়ী কৃষি সেবাঙ্গন ডেক্সে বসে সেবা দিবে।

নান্দাইল উপজেলা কৃষি অফিসের এমন কার্যক্রমকে অনুষ্ঠানে থাকা অতিথিরা সাধুবাদ জানিয়েছে।