ঢাকাSunday , 6 October 2024
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ব্রীজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

এম রহমান মামুন
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ । ২৬২ জন
link Copied

ময়মনসিংহের ভালুকায় আরসিসি গার্ডার ব্রীজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বিরুনীয়া ভায়া মেদিলা বাজার সড়কে ৬১৭৫ মিটার চেইনেজ ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ কামাল আকন্দ, বিরুনীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সভাপতি আবু বক্কর সিদ্দিক, পৌর যুবলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন পাঠান সৈকত, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইদুল ইসলাম শেখ, ৬ নং ভালুকা ইউপি চেয়ারম্যান সিহাব আমিন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফি, নারী নেত্রী মাহমুদা সুলতানা মুন্নি, আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিক উজ্জামান লষ্কর প্রমূখ।

উল্লেখ্য জমি সংক্রান্ত সমস্যায় ব্রীজটি নির্মান করা সম্ভব হচ্ছিলো না। স্থানীয় এমপি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ নিজস্ব অর্থায়নে জমির মালিককে ২ লক্ষ ৮০ হাজার টাকা দিয়ে জমি কিনে ব্রীজটি নির্মানে জমি সংক্রান্ত জটিলতা দুর করেন।