ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে‌ অমর একুশে বইমেলার উদ্বোধন

তৌহিদুল ইসলাম সরকার
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৯:০৪ অপরাহ্ণ । ১৫৯ জন
link Copied

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৩ দিন ব্যাপি অমর একুশে বইমেলা ২০২৪ শুরু হয়েছে। মেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম।

বই মেলাকে কেন্দ্র করে উপজেলা সহ আশপাশের এলাকার বই প্রেমিরা ভাসছে আনন্দের জোয়ারে। পছন্দের লেখকদের বই সংগ্রহ করতে বন্ধু-বান্ধব মিলে ইতিমধ্যে ছুটে আসছেন বই মেলায়।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অমর বইমেলার আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন হয়।

উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক নজিমুল্লাহ লিটন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা জাসদ সভাপতি এ হান্নান আজাদ, কলামিস্ট সাইদুর রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলে বই কেনাবেচার পাশাপাশি মানবিক সংগঠনগুলো মানবিক কাজে এগিয়ে এসেছে। মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজিত স্টলে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু ও ট্রাস্টের চেয়ারম্যানের লেখা দুটি বই পাঠকদের মধ্যে বিতরণ করছেন।