ঢাকাThursday , 16 January 2025
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, শিশুসহ আহত ২

আল কোরাইশ রকি
এপ্রিল ১৭, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ । ১৭৯ জন
link Copied

নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পত্তি নিহত হয়েছেন। এছাড়া ওই দম্পত্তির ৫ বছর বয়সী ছেলে ও আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পত্তি হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালি গ্রামের আকরাম হোসেনের ছেলে এনামুল হক (৪০) ও তার স্ত্রী বৃষ্টি (৩২)।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ওই দম্পত্তি তাদের সন্তানকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁ শহর থেকে সান্তাহারের দিকে যাচ্ছিলেন। একই সময় বিপরীত দিক থেকে আরেক মোটরসাইকেল আরোহী দ্রুতগতিতে আসছিলেন। তারা ইয়াদ আলীর মোড়ে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনামুল-বৃষ্টি দম্পত্তি নিহত হন। তবে ভাগ্যক্রমে তাদের ৫ বছর বয়সী ছেলে জুনাইদ ইসলাম বেঁচে যায়।

ওসি আরও বলেন, সংবাদটি পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত জুনাইদ এবং মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা দুইজনেই হাসপাতালে চিকিৎসাধীন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।