নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, পত্নীতলা থানাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী অফিসার ইউএনও টুকটুক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান ও ফাতেমা জিন্না ঝরনাসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী সূধীজন প্রমূখ।
এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়েছে।
এনপি