ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

ওসির উদ্যোগে হকার ও ভিক্ষুক মুক্ত ভালুকার ফুটওভারব্রিজ

এম রহমান মামুন
ডিসেম্বর ১৬, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ । ১৮১ জন
link Copied

দীর্ঘদিন ধরে হকার ও ভিক্ষুকের আখরায় পরিনত হওয়া ভালুকা বাসট্যান্ডের ফুটওভারব্রিজটি হকার ও ভিক্ষুক মুক্ত হয়েছে।

শুক্রবার সকালে ভালুকা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের উদ্যোগে ফুটওভারব্রিজের উপর বসা সবগুলো দোকান ও ভিক্ষুক উচ্ছেদ করা হয়েছে।

ফুটওভারব্রিজের অধিকাংশ জায়গা হকার ও ভিক্ষুকদের দখলে থাকায় পথচারীদের চলাচলে ভোগান্তি তৈরি হতো। ভিক্ষুক ও হকার উচ্ছেদ করার ফলে এখন পথচারী নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানান কয়েকজন পথচারী। এতে ফুটওভারব্রিজ দিয়ে চলাচল করা পথচারিরা স্বস্থি প্রকাশ করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, ফুটওভারব্রিজ মানুষের চলাচলের জন্য। এটা দীর্ঘদিন এ অবস্থায় থাকাটা দুঃখজনক। জনগণের সার্বিক নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় নিয়ে আমরা কাজ করতে চাই।

এনপি