টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে তৈলধারা গ্রামে বসত বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুড়ে ছাই বসতঘরসহ প্রয়োজনীয় আসবাবপত্র।
তবে ভয়াবহ অগ্নি কান্ডে ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হলেও অক্ষত অবস্থায় রয়েছে ঘরে থাকা পবিত্র আল কোরআন শরিফ।
বুধবার (১৩মার্চ ) বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নে তৈলধারা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে সিএনজি চালক শাহআলম মিয়ার বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়,ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্যই এ ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।তাৎক্ষণিক ভাবে এলাকাবাসী ও সখিপুর উপজেলা ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুরো ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এবিষয়ে কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদুজ্জামান ফরিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবসত গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে,যা পরবর্তীতে সখিপুর উপজেলা ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। শাহ আলম মিয়া পেশায় একজন সিএনজি চালক, বসতঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় অনেক বড় ক্ষতি হল তার। তবে বাড়িতে থাকা পরিবারের মানুষের কোন ক্ষতি হয় নাই। প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে বসতবাড়িতে আগুন লাগায়,বাড়ির মালিক সিএনজি চালক শাহ আলম মিয়াসহ পরিবারের সবাই দিশেহারা হয়ে পড়েছেন।