দীর্ঘ ৮ বছর ধরে পালিয়ে থাকা মাদক মামলার এক কুখ্যাত আসামীকে কুড়িগ্রামের ফুলবাড়িতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আঃ মোত্তালেব ফুলবাড়ী থানাধীন কাশিপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, বিগত ২০১০ সালে মাদকসহ মোত্তালেবকে গ্রেফতার করে নাগেশ্বরী থানাপুলিশ। পরে জামিনে মুক্তি পাওয়ার পর ২০১৬ সাল হতে সে পলাতক থাকে। পরবর্তীতে সে বিভিন্ন জেলায় অবস্থান করে আসছিলো। পুলিশ আরও জানায়, সর্বশেষ ঢাকার মিরপুর দুয়ারীপাড়ায় সে বসবাস করছিলো।
এমতাবস্থায় গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাতে মোত্তালেবের বাড়িতে আসার গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করে ফুলবাড়ি থানা পুলিশের একটি চৌকস দল।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পায় না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করছি।