ঢাকাSunday , 6 October 2024
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে পিতলের মূর্তিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

মোঃ জাকির হোসেন
জানুয়ারি ৩১, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ । ১৭৩ জন
link Copied

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা পুলিশ অভিযান চালিয়ে ১টি পিতলের মূর্তি সহ প্রতারক চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করেছে উদ্ধার। প্রতারক চক্রের সদস্যর নাম এমদাদুল হক (৪০)। সে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কুসরী পাড়া এলাকার আব্দুর রশিদের পুত্র।‌

বুধবার (৩১ জানুয়ারি) জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, একটি চক্র পিতলের মূর্তিকে স্বর্ণের মূর্তি দেখিয়ে সাধারণ মানুষের নিকট লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। গত ১৯ জানুয়ারি মোঃ নিজাম উদ্দিনকে স্বর্ণের মূর্তি দিবে বলে দুই লক্ষ টাকা হাতিয়ে নেয়। ৩১ জানুয়ারি এই সংক্রান্তে ভিকটিম এর স্ত্রী ঈশ্বরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। এই পরিপ্রেক্ষিতে উপজেলার ঈশ্বরগঞ্জ বাজারের ঠাকুরের হোটেলের সামনে থেকে প্রতারক চক্রের সদস্য এমদাদুল হক কে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত একটি পিতলের মূর্তি উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ আরো জানায়, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।