ঢাকার কেরানীগঞ্জে বিসিক শিল্প নগরীতে একটি কয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার ভেতরে বাজারে ডেলিভারির অপেক্ষায় থাকা প্যাকেটজাত কয়েল ও কয়েল তৈরির কাঁচামাল ও কারখানার বেশ কিছু মেশিনারিজ পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২২মার্চ) সকাল আটটায় কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুর বিসিক শিল্পনগরীর বি/২৩ নম্বর প্লটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েল কারখানা হওয়ায় আগুনের উত্তাপ অনেক বেশি ছিল। পাশাপাশি অনেক ধোয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে।ধারণা করা হচ্ছে কারখানার ভেতরে অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। এই ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।