টাঙ্গাইলের সখিপুর উপজেলায় নিজ ছেলের হাতে আবদুস সামাদ (৫৫) নামের এক ব্যক্তি খুন হওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা পশ্চিম পাড়া(বিন্নরী) এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির রান্না ঘরে আবদুস সামাদকে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছে, নিহত আবদুস সামাদের ছেলে ওয়াহেদ আলী মাদকাসক্ত। সন্ধ্যায় তাকে বাড়িতেই দেখা গেছে। লাশ উদ্ধারের পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো কারণে ছেলেই হয়তো বাবাকে খুন করেছে–এমন অভিযোগ করছেন স্থানীয়রা।
সখিপুর থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।