পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে জমিতে ইদুঁর মারতে বৈদ্যুতিক ফাঁদে আটকে প্রাণ গেলো হবি শেখ নামের এক কৃষকের।
সোমবার (৪ মার্চ ) ভোরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মোঃ জুলফিকার আলী।
নিহত কৃষক হবি শেখ (৫২) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মৃত সৈয়দ আলী শেখের পুত্র।
নিহতের ভাগ্নে নাসির হাওলাদার এই প্রতিবেদককে জানান, প্রতিদিনের ন্যায় জমিতে পানি দেয়ার জন্য তার মামা হবি শেখ খুব ভোরে বাসা দিয়ে জমিতে যায়। পরে অনেক সময় হলেও ফিরে না আসলে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখতে পান।
তাদের প্রতিবেশী কৃষক বেলায়েত শেখ তার জমিতে দেয়া ইদুঁর মারতে বৈদ্যুতিক ফাঁদ হবি শেখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরে পরে রয়েছে। পরে বিষয়টি পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। অবৈধ্যভাবে এ বিদ্যুৎ ফাঁদ দেয়ার করণেই কৃষক হাবি শেখের মৃত্যু হয়েছে বলে দাবী নিহত হবি শেখের পরিবারের সদস্যদের।
পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মোঃ জুলফিকার আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।