ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল

মিথুন
জানুয়ারি ৭, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ । ১৭৫ জন
link Copied

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল। টানা তৃতীয় বারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন।

১১১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ফাহমী গোলন্দাজ বাবেল পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ৮৯৩ ভোট। অন্যদিকে তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবুল হোসেন ট্রাক প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫১৯ ভোট। মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৯৪৬ জন ভোটারের মধ্যে প্রদত্ত ভোট ২ লাখ ৩৭ হাজার ২৪৫ ভোট। ভোটের হার ৬১.৯৫%।

এ আসনে ভোটে লড়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ফাহমী গোলন্দাজ বাবেল, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মোঃ নাজমুল হক, গণফ্রন্টের মাছ প্রতীকে মোঃ দ্বীন ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন (ট্রাক) ও কয়সার আহমেদ (ঈগল)।

এনপি