ঢাকাTuesday , 17 September 2024
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর জেলা বিএনপির ২ নেতাকে বহিষ্কার

মনিরুজ্জামান মনির
ডিসেম্বর ২, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ । ১৯১ জন
link Copied

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় মনোনয়নপত্র দাখিল করায় শেরপুর জেলা বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বহিষ্কৃত দুজন হলেন— তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হওয়া শেরপুর জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জাহিদুল রশিদ শ্যামল এবং জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) প্রার্থী হওয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন শেরপুর জেলা বিএনপির দুই নেতা। রাতেই কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকোট রুহুল কবির রিজভী তাদের বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তি পাঠান গণমাধ্যমে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে শেরপুর জেলা বিএনপির দুই নেতা জাহিদুল রশিদ শ্যামল ও অ্যাডভোকেট মো. আব্দুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলে তাদের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।

এনপি