ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধী বৃন্দের সাথে নবযোগদানকৃত উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম পরিচিতি হন ও মত বিনিময় সভা করেন।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, গফরগাঁও থানার ওসি মো: শাহীনুজ্জামান খান,পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাশার, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনসহ সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা প্রকল্প কর্মকর্তা রাশেদ খান মত বিনিময় সভার সঞ্চালনা করেন।
এনপি