ঢাকাSaturday , 15 February 2025
আজকের সর্বশেষ সবখবর

রাজিবপুরে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রফিকুল হক রফিক
ডিসেম্বর ২১, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ । ২৫৫ জন
link Copied

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামের রাজিবপুরে ভোটগ্রহনকারী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের নিয়ে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী প্রশিক্ষণ ইনষ্টিটিউটের আয়োজনে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিন, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান প্রমুখ ।